শিক্ষকের প্রহারে গুরুতর আহত ৯ম শ্রেণীর দুই ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ধলাই জেলার আমবাসার গোপাল সরদার পাড়া হাই সুকলের শিক্ষকের প্রহারে দুই ছাত্র আহত হয়েছে৷ আহত দুই ছাত্রের নাম বিক্রম দেবনাথ এবং সুমিত শর্মা৷ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সংবাদপত্রে জানা গেছে সুকলের শিক্ষক সুমন সরকার পাশের রুমে ক্লাস করাচ্ছিলেন৷


নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা হৈচৈ করা এ ক্লাস থেকে বেরিয়ে এসে উত্তেজিত শিক্ষক সুমন সরকার নবম শ্রেণির দুই ছাত্রকে বেধড়ক মারধর করেন৷ তাতে কানের পর্দা ফেটে এক ছাত্রের কান দিয়ে রক্তপাত হয়েছে৷ অপর এক ছাত্র আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছাত্রদের অবিভাবকরা সুকলে ছুটে আসেন৷


এ ধরনের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের ওপর বেত্রাঘাত ও মারধর করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিবাবকরা৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য অভিভাবকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷