BRAKING NEWS

দুর্ভাগ্যজনক রান-আউট, ১৯৮-এ ক্রিজ ছাড়লেন বেঙ্কটেশ আইয়ার

ইন্দোর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.):   সেঞ্চুরি করে দলকে জেতালেন বেঙ্কটেশ আইয়ার।কিন্তু দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে দ্বিশত হতে ২ রান আগেই দৌড় থেমে গেল বেঙ্কটেশের । রবিবার ইন্দোরে পঞ্জাবের বিরুদ্ধে ব্যক্তিগত ১৯৮ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ। তবে ১০৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বেঙ্কটেশের মধ্যপ্রদেশ ।

রবিবার ইন্দোরে বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে ইনিংসের ওপেন করতে নেমে মধ্যপ্রদেশের বেঙ্কটেশ ব্যক্তিগত ১৯৮ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন। ১৪৬ বলের ইনিংসে তিনি ২০টি চার ও ৭টি ছক্কা মারেন। শুধু লিস্ট-এ ক্রিকেটেই নয়, বরং এখনও পর্যন্ত ক্রিকেট কেরিয়ারে এটিই বেঙ্কটেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বেঙ্কটেশ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে তিনি খরচ করেন ৭৩ বল। তিনি দেড়শো রান করেন ১২০ বলে। এছাড়া রজত পতিদার ৫৪ ও আদিত্য শ্রীবাস্তব ৮৮ রান করেন। মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৪০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ৪২.৩ ওভারে ২৯৭ রানে অল-আউট হয়ে যায়। মাত্র ৪৯ বলে ১০৪ রান করেন অভিষেক শর্মা। তিনি ৮টি চার ও ৯টি ছক্কা মারেন। বেঙ্কটেশ ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেটও দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *