মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): শরীর ভাল নেই বিগ বি অমিতাভ বচ্চনের। করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে স্বয়ং অমিতাভ বচ্চন নিজেই এ কথা জানিয়েছেন। নিজের ব্লগ পোস্টে শনিবার অমিতাভ লেখেন, ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না’। আর এই একটি পোস্টেই দুঃশ্চিন্তা শুরু হয়ে যায় অনুরাগীদের। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টে ভরিয়ে দেন পোস্ট।
শনিবার একটি টুইটও করেন অমিতাভ। অভিনেতা লেখেন, ‘কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেলে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটাই। কালকেই জানতে পারব সেটা কেমন’। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। করোনা-মুক্ত হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন বিগ বি। কিন্তু, অমিতাভ ফের অসুস্থ হয়ে পড়লেন।