রায়পুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় হিংসার পথ ছেড়ে আত্মসমর্পন করল ৩ জন মাওবাদী। এই ৩ জন মাওবাদীদের মধ্যে একজন আবার সুরক্ষা বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ৩ লক্ষ টাকা। রবিবার দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পুলিশ এবং সিআরপিএফ-এর সম্মুখে আত্মসমর্পন করেছে একজন মহিলা-সহ ৩ জন মাওবাদী।
আত্মসমর্পন করা ৩ জন মাওবাদীরা মধ্যে একজনের নাম-সুরেশ কাডতি (৩৫)। সুরেশের মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। অপর দু’জনের নাম-সোনু মাদকাম (২৫) এবং মহিলা মাওবাদী যোগী মারকাম (২৭)। এই ৩ জনকে মাওবাদীকে রাজ্য সরকারের পুনর্বাসন অনুযায়ী পুনর্বাসন দেওয়া হবে।