নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার বিজয় হাজারে ট্রফিতে বিহারের ১৪৮ রানে রানের জবাবে ব্যাট করতে নেমে ক্রিজে ঝড় তুললেন রবিন উথাপ্পারা। জয়ের জন্য ১৪৯ রান তুলতে খরচ করলেন মাত্র ৫৩ বল ।
এলিট গ্রুপ-সি’র ম্যাচে বিহারকে ৪০.২ ওভারে ১৪৮ রানে অল-আউট করে দেয় কেরল। বাবুল কুমার (৬৪) ছাড়া কেউই বড় রান করতে পারেননি। শ্রীসন্ত ৩০ রানে ৪টি উইকেট নেন। জলজ সাক্সেনা দখল করেন ৩টি উইকেট। কেরল জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান মাত্র ৮.৫ ওভারেই তুলে নেয়। দলের বিষ্ণু বিনোদ ১২ বলে ৩৭ রান করে আউট হন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। রবিন উথাপ্পা মাত্র ৩২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১০টি ছক্কা মারেন। সঞ্জু স্যামসন নট-আউট থাকেন ৯ বলে ২৪ রান করে। তিনি ২টি চার ও ২টি ছক্কা হাঁকান।