নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : একাধিক কেন্দ্রে হতে পারে আইপিএল ১৪ । মহারাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তেই আইপিএল-১৪-এর ভেন্যু নিয়ে বিকল্প ভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের তরফে প্রথমে মুম্বইয়ের পাশাপাশি মোতেরায় এবারের টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের নামও মেগা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে উঠে আসছে।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, করোনা পরিস্থিতির যেভাবে বদল হচ্ছে তাতে কোনও একটি নির্দিষ্ট ভেন্যুতে মেগা টুর্নামেন্টের আয়োজন করা বিপজ্জনক হতে পারে। তবে আইপিএল ১৪-র জন্য একাধিক কেন্দ্রের নাম নিয়ে আলোচনা হয়েছে ঠিকই তবে চূড়ান্ত কিছু এখনও স্থির হয়নি।