জম্মু, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সারারাতের বৃষ্টির জেরে ভূমিধস নামল জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায়। ফলে শনিবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাত থেকে বৃষ্টি চলছিলই, কিন্তু শনিবার ভোররাত তিনটে থাকা বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তাই শনিবার সকালে ধস নামে বানিহাল এলাকায়। ভূমিধসের কারণে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। রামবান, চান্দেরকোটে, উধমপুর এবং নাগরোটা-সহ বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। যুদ্ধকালীন তৎপরতায় চলে রাস্তা পরিষ্কারের কাজ।
ফের তুষারপাত হল কাশ্মীরে। সাদা বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ। গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামে তুষারপাত হয়েছে। তুষারপাতের পরই ফের ঠাণ্ডা বেড়েছে কাশ্মীর উপত্যকায়। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। এখনও ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস, কার্গিল কাঁপছে মাইনাস ৩.৮ ডিগ্রিতে এবং দ্রাসে মাইনাস ২.০ ডিগ্রি। এদিন জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি।