BRAKING NEWS

ভারতে দৈনিক করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখীই, ১১৩ বেড়ে মৃত্যু ১,৫৬,৯৩৮

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উদ্বেগ বাড়িয়ে ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার বেড়েই চলেছে। দেশে আবারও ১৬ হাজারের ঊর্ধ্বে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ১০০ ছাড়িয়ে মৃত্যুর সংখ্যা ১১৩-তে পৌঁছেছে। শুক্রবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৮৮ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১২,৭৭১ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৭,৬৩,৪৫১ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬,৪৮৮ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৯৭৯-এ পৌঁছে গিয়েছে।

শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১২,৭৭১ জন। ১১৩ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৬,৯৩৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৫৯০ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৩,৬০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৫৪৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৭ লক্ষ ৬৯ হাজার ৯০৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *