মুম্বই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিশ্ববাজারে শেয়ারের খারাপ দশার প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও । বিশ্ববাজারে পড়তির সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই। বন্ডের ক্ষেত্রে ইল্ড বাড়লেও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বিশ্বব্যাপী লগ্নিকারীদের উপর প্রভাব ফেলেছে । এদিন বিএসই সেনসেক্স ১৯৩৯ পয়েন্ট বা ৩.৮০ শতাংশ নেমে গিয়ে অবস্থান করছে ৪৯,১০০ পয়েন্টে । অন্যদিকে এনএসই নিফটি ৫৬৮ পয়েন্ট বা ৩.৭৬ শতাংশ নেমে দিনের শেষে অবস্থান করছে ১৪,৫২৯ পয়েন্টে। ব্যাংক এবং আর্থিক সংস্থার শেয়ারগুলির অবস্থা চরম খারাপ হতে দেখা গিয়েছে বিশ্বজুড়ে শেয়ার বেচার হিড়িক দেখা দেওয়ায়।
বিএসইতে যেসব শেয়ারগুলি রীতিমতো পতন লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে রয়েছে-ওএনজিসি, মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্র, পাওয়ার গ্রিড, বাজাজ ফিন সার্ভিস, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্র ব্যাংক । এইসব শেয়ারগুলির পতন ঘটেছে ৬.৩৪ শতাংশ পর্যন্ত। অন্যদিকে এনএসই প্লাটফর্মে সবকটি ক্ষেত্রের সূচক এদিন লাল ছিল। এরমধ্যে নিফটি প্রাইভেট ব্যাংক এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিস এই দুই ক্ষেত্রে সূচক নেমে গিয়েছে ৪.৯৩ শতাংশ।
সম্প্রতি আমেরিকায় বন্ডের ইল্ড অর্থাৎ বন্ড থেকে আয়ের পরিমাণ বেড়ে যাওয়া প্রতিফলিত করছে অর্থনীতি বৃদ্ধির ব্যাপারে আত্মবিশ্বাসী ও ঘুরে দাঁড়ানোর আশা জাগাচ্ছে কিন্তু আবার উচ্চ হারে মুদ্রাস্ফীতি মাথাচাড়া দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হতে পারে সুদের হার বাড়াতে ।যেহেতু বন্ডের ইল্ড এবং ইকুইটি রিটার্ন ব্যস্তনুপাতিক সেহেতু একটা আশঙ্কা দানা বেঁধেছে বিদেশি লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে তাদের তহবিল উঠিয়ে নিতে পারেন । এটাই সাধারণত দেখা যায় যখন বন্ড থেকে ভাল আয় হয় তখন শেয়ার বাজারের অবস্থা খারাপ হয়।