নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুতে এক-দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তামিলনাড়ুতে বিধানসভা ভোট হবে ৬ এপ্রিল। ওই দিনই দক্ষিণ ভারতের রাজ্য কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, “কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল, পুদুচেরিতে ভোটগণনা হবে ২ মে।” এবার তামিলনাড়ুতে এক দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “আগামী ৬ এপ্রিল এক-দফায় বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভোটগণনা হবে ২ মে।”
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “তামিলনাড়ুতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে, সেখানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪ (এসসি-৪৪ এবং এসটি-২), কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২) এবং পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০ (এসসি-৫ এবং এসটি আসন নেই)।”