BRAKING NEWS

এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান

প্যারিস, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স  (এফএটিএফ)-এর ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান। সন্ত্রাসদমনে যথেষ্ট কাজ করেনি । তাই পাকিস্তানকে ধূসর তালিকাতেই রেখে দিল এফএটিএফ। আন্তর্জাতিক সংগঠনটির তরফে জানানো হয়েছে, সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করতে যে যে পদক্ষেপ করতে বলা হয়েছিল তা করতে পারেনি পাকিস্তান। তাই এখনও ওই তালিকাতেই রাখা হচ্ছে তাদের। এরপর ফের জুনে তাদের অবস্থান পর্যালোচনা করা হবে।

২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার। কিন্তু প্যারিস স্থিত এফএটিএফ-এর একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। ধূসর তালিকা থেকে আর বেরনো হয়নি ইসলামাবাদের। এই পরিস্থিতি ফেব্রুয়ারির বৈঠককে ঘিরে ক্রমশ আশা জেগেছিল। তবে সন্ত্রাসদমনে যথেষ্ট কাজ না করায় এই বৈঠকেও ধূসর তালিকা থেকে বেরতে পারল না পাকিস্তান।

 এফএটিএফ বৃহস্পতিবার জানিয়েছে যে, জুন ২০১৮ থেকে এফএটিএফ-এর ধুসর তালিকায়  থাকা  পাকিস্তানকে ২৭টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলা হয়েছিল। পাকিস্তান অনেকটাই পূর্ণ করেছে তাদের দেওয়া লক্ষ্য। ২৪টি অ্যাকশন আইটেমে পাকিস্তানের কাজে সন্তুষ্ট এফএটিএফ। কিন্তু যে তিনটি খাতে এখনও প্রয়োজনীয় কাজ হয়নি, সেগুলি খুবই গুরুতর, তাই ধুসর তালিকাতেই থাকবে পাকিস্তান। সংস্থার প্রধান জানান যে কিছুটা কাজ হয়েছে কালো টাকা সাদা হওয়া রোখায় ও সন্ত্রাসের জন্য অর্থ ব্যবহার বন্ধের ক্ষেত্রে। কিন্তু আরও কাজ করতে হবে ভারতের পড়শি দেশকে সেটা সাফ করে দেওয়া হয়েছে।

সন্ত্রাসে অর্থে দিচ্ছে যারা সেই সংক্রান্ত তদন্ত যে সঠিক মানুষদের টার্গেট করছে, সেটা বোঝাতে হবে পাকিস্তানকে। তদন্তের শেষে সন্ত্রাসবাদী ও তাদের হয়ে কাজ করা লোকদের যে অর্থের উৎস পুরোপুরি বন্ধ করা হচ্ছে, সেটাও পাকিস্তানকে নিশ্চিত করতে হবে। আদালত যাতে কড়া ব্যবস্থা নেয়, সেই বিষয়েও সচেষ্ট হতে বলা হয়েছে। জুন মাসের প্লেনারিতে কতটা কাজ হল সেটা রিভিউ করা হবে ও তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *