নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। মাঝে তিন-দিন খানিকটা স্বস্তি দিয়ে বাড়েনি দুই জ্বালানি তেলের দাম। কিন্তু, আগামী দিনে যে বাড়বে না এমন কোনও নিশ্চয়তা দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছেন, “শীত চলে যাওয়ার পর পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমবে। শীতকালে এমনটা হয়, ধীর ধীরে দাম কমবে।”
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, “পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারেও গ্রাহকদের প্রভাবিত করেছে। শীত চলে যাওয়ার পর পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমবে।” পেট্রোলিয়াম মন্ত্রী প্রধান আরও জানিয়েছেন, “সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়, চাহিদা বৃদ্ধির কারণেই দাম বেড়েছে, শীতকালে এমনটা হয়। ধীরে ধীরে দাম কমবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের মূল্য। কমেনি এক দিনও, শুধু বেড়েছে। কোনও কোনও রাজ্যে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে প্রতিদিনই আক্রমণ করছে বিরোধীরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারই কলকাতায় ইলেকট্রিক স্কুটিতে চেপে নবান্নে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শুক্রবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস নেতা শশী থারুর দড়ি দিয়ে টেনে নিয়ে যান অটো। বিহারের রাজধানী পাটনায় সাইকেল চালিয়ে নিজের বাড়ি থেকে সচিবালয়ে যান আরজেডি নেতা তেজস্বী যাদব।