নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমে এবার তিন-দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। অসমে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। অসমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। শুক্রবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, “অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। অসমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে।”
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬ (এসসি-৮ এবং এসটি ১৬)।” মুখ্য নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, “নির্বাচনে পর্যাপ্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন নিশ্চিত করা হবে। সমস্ত সংবদেনশীল পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে এবং পর্যাপ্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে।”