নিউইয়র্ক, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): সারা বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লক্ষের বেশি ।আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৫ লক্ষ ৮ হাজার ৯২২ জন।
করোনায় বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি। এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। মৃত্যুর মিছিলও থামছে না। এরইমধ্যে এই মহামারিতে মৃত্যু ২৫ লক্ষের মাইলফলক ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩১ লক্ষ ৭৬৯ জন। অন্যদিকে মৃত্যু ২৫ লক্ষ ৮ হাজার ৯২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৮৭ লক্ষ ২২ হাজার ৪৩১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা । মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার ৫৯৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লক্ষ ১৭ হাজার ৩৭২ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৭৪২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ২৬ হাজার ৮ জন। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।