BRAKING NEWS

দেবভূমি বিপর্যয়ে ২৯টি দেহাংশ-সহ নব্বইয়ের বেশি দেহ উদ্ধার : ডিজিপি

চামোলি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের চামোলির বিপর্যয়ের পর দু’সপ্তাহের বেশি অতিক্রান্ত। কিন্তু এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজের সংখ্যা ১০০-রও বেশি। নিখোঁজ এই শতাধিক মানুষকে হয়তো মৃত বলে ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই দেবভূমি বিপর্যয়ে ২৯টি দেহাংশ-সহ নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার। ডিজিপি জানিয়েছেন, ২৯টি দেহাংশ এবং ৭০টি দেহ মিলিয়ে নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। ২৯টি দেহাংশের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং বাকিদের ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করা হবে। তপোবন সুড়ঙ্গ এবং পার্শ্ববর্তী গ্রামে এখনও তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নন্দাদেবী পাহাড় থেকে তুষারধস নেমে হড়পা বানের সৃষ্টি হয়। যার জেরে ২০০-রও বেশি মানুষ নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৯টি দেহাংশ এবং ৭০টি দেহ মিলিয়ে নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। বাকি নিখোঁজদের এখনও কোনও হদিশ মেলেনি। নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে ওই সরকারি সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *