মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ রাজ্যে করোনিল ওষুধ বিক্রি নিষিদ্ধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বাবা রামদেবের পতঞ্জলি সংস্থা দ্বারা উত্পাদিত করোনিল ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করে বলেন, যে এটি রাজ্যের নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়।
অনিল দেশমুখ সাংবাদিকদের এও বলেন, পতঞ্জলি কোম্পানির তৈরি করোনিল ওষুধ বিজ্ঞাপনে অ্যান্টি-করোনার ভাইরাস হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) করোনিল ওষুধ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছে। করোনিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) থেকে কোনও শংসাপত্রও পায়নি।
তিনি আরও বলেন, এই কারণেই বাজারে করোনিল বিক্রি সাধারণ নাগরিকের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। তাই রাজ্য সরকার মহারাষ্ট্রে করোনিল বিক্রি নিষিদ্ধ করেছে।