ইন্দোর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানি ট্যাঙ্কারে ধাক্কা মারল যাত্রীবাহী একটি গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন যুবকের। মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোর জেলার তালাভালি চন্দা এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে। রাস্তার ধারেই দাঁড়িয়েছিল জ্বালানি ট্যাঙ্কারটি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। ফলে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই চালক-সহ ৬ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের প্রত্যেকেই ইন্দোর জেলার বাসিন্দা, তাঁদের বয়স ১৮-২৮ বছরের মধ্যে। ইন্দোর শহরের উপকণ্ঠে মাংলিয়া থেকে শহরের দিকে আসছিলেন তাঁরা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিহতদের নাম-ঋষি পওয়ার, সুরজ, চন্দ্রভান রঘুবংশী, সোনু জাট, সুমিত সিং এবং দেব।