একবিংশ শতাব্দীর ভারতের চাহিদা ও আকাঙ্ক্ষা বদলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতের চাহিদা ও আকাঙ্ক্ষা বদলেছে, বদলেছে পরিস্থিতিও। মঙ্গলবার আইআইটি-খড়গপুরের ৬৬ তম সমাবর্তন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি খড়গপুরের বিদ্যার্থীদের প্রধানমন্ত্রী বলেছেন, “নিজের সামর্থ্য খুঁজে এগিয়ে যেতে হবে আপনাদের এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে, নিঃস্বার্থতার সঙ্গে এগিয়ে যেতে হবে।” প্রধানমন্ত্রী শুরুতেই বলেছেন, “আইআইটি খড়গপুরের যে সমস্ত বিদ্যার্থীরা ডিগ্রি পাচ্ছেন, আজকের দিন শুধুমাত্র তাঁদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আজকের দিন নতুন ভারত নির্মাণের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের মধ্যে একটি অনন্য দক্ষতার বিকাশ ঘটে এবং তা হল প্যাটার্ন থেকে পেটেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা।”
প্রধানমন্ত্রী বলেন, “জীবনের যেই পথে আপনারা এগিয়ে চলবেন, নিশ্চিতভাবে আপনাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই রাস্তা সঠিক তো, ভুল নয় তো, ক্ষতি হবে না তো, সময় নষ্ট হবে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর হল-সেলফ থ্রি। আত্ম-সচেতনতা, আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থতা। আপনাকে নিজের সামর্থ্য খুঁজে এগিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে, নিঃস্বার্থতার সঙ্গে এগিয়ে যেতে হবে।” সমাবর্তন অনুষ্ঠানে মোদী বলেন, “একবিংশ শতাব্দীর ভারতের পরিস্থিতি বদলেছে, চাহিদাও বদলেছে এবং আকাঙ্ক্ষাও বদলেছে। এখন আইআইটি-কে শুধুমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নয়, ইনস্টিটিউট অফ ইন্ডিজিনিয়াস টেকনোলজির বিষয়ে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “ব্যর্থতা থেকে সমস্ত বিজ্ঞানী নতুন উপায় শিখেছেন, ব্যর্থতা সাফল্যের দিকে নতুন রাস্তা তৈরি করতে পারে।” আইআইটি খড়গপুরের ৭৫টি নতুন আবিষ্কারকে সংগ্রহ করে, ভারতের স্বাধীনতা ৭৫ তম বছর উদযাপনের জন্য বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এর ফলে আমাদের যুব সমাজ উৎসাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *