পাটনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার কেন্দ্রকে আক্রমণ করে আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেছেন, “কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা চূড়ান্ত অন্যায়।” কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে এবং পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ট্র্যাক্টর চালিয়ে বিধানসভায় যান তেজস্বী। তেজস্বীর সঙ্গেই ছিলেন আরজেডি-র জাতীয় সাধারণ সম্পাদক এবং বিধায়ক অলোক মেহতা।
মোদী সরকারকে আক্রমণ করে তেজস্বী এদিন বলেন, “কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা চূড়ান্ত অন্যায়। সরকার প্রমান করে দিয়েছে যে তাঁরা কৃষক-বিরোধী। মুদ্রাস্ফীতি কমবে এই আশ্বাস দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু, জ্বালানি এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন আকাশ-ছোঁয়া।” নীতীশ কুমারকে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, তেলের আকাশ-ছোঁয়া দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যথার্থ বিবৃতি আশা করছি আমরা। বিহারে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি (এপিএমসি) বিলুপ্ত করার ফলে কৃষকরা কী অর্জন করেছেন, তাও আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে।