মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী তথা এনসিপি নেতা ছগন ভুজবল। সোমবার সকালে ছগন ভুজবল নিজেই টুইট করে করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, “আমি ভালো আছি, চিন্তার কোনও কারণ নেই।” চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। রয়েছেন নিভৃতবাসে। পাশাপাশি সম্পত্তি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছেন মন্ত্রী।
সোমবার সকালে মারাঠি ভাষায় টুইট করে মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী তথা এনসিপি নেতা ছগন ভুজবল জানিয়েছেন, “আমি করোনাভাইরাসের সংক্রমিত হয়েছি। আমি ভালো আছি, চিন্তার কোনও কারণ নেই। সাম্প্রতিক সময়ে আমার সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁদের কাছে অনুরোধ করছি, নিজেরাও করোনা-পরীক্ষা করিয়ে নেবেন।”
2021-02-22