BRAKING NEWS

দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে প্রত্যাশা মতই গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশায় বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব । রবিবার দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে প্রত্যাশা মতই গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ । আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার ২০০ মত আসন পাওয়ার আশা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

সামনেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির নির্বাচন। রবিবারের বৈঠক মূলত এই পাঁচ রাজ্যের নির্বাচনী রণকৌশল নির্ধারণের বৈঠক ছিল। পাঁচ রাজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। পশ্চিমবঙ্গে দলের রণকৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সোমবার প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তবে মুকুল রায় এদিনের সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যে রাজনৈতিক প্রস্তাব পাশ হয়, তারও সিংহভাগ জুড়ে ছিল পশ্চিমবঙ্গ । এই প্রস্তাবে বলা হয়, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। মমতার তুষ্টিকরণের রাজনীতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। বিজেপির পক্ষে রাজ্যে জনসমর্থন বাড়ছে। বাংলার ভোটে ২০০ আসন পাওয়ার মতো পরিস্থিতিতে দল রয়েছে।

এদিন দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং পাঁচ রাজ্যের সভাপতি ও দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা। নির্বাচনে পাঁচ রাজ্যে বিজেপি কী পদ্ধতিতে প্রচার করবে বা নির্বাচনে লড়বে তা নিয়ে আলোচনা হয় ।

পশ্চিমবঙ্গকে আলাদা গুরুত্ব দিলেও বামেদের দখলে থাকা কেরলেও সেখানে ভাল ফল করতে মরিয়া বিজেপি। তামিলনাড়ুতেও জোট সঙ্গী এআইএডিএমকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বিজেপির। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য অসমে সরকার ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। পুদুচ্চেরিতে আবার কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *