নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): দেশই আগে, দেশকে প্রাধান্য দিয়েই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। রবিবারের পাঁচ রাজ্যের নির্বাচনী রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠকে দেশের প্রতি গুরুদায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের দেশের প্রতি গুরুদায়িত্বের কথা মনে করিয়ে দেন। বলেন, দেশই আগে। দেশকে প্রাধান্য দিয়েই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দলের বিস্তারও করতে হবে দেশকে প্রাধান্য দিয়েই। এদিনের বৈঠকে করোনাকালে ভাল কাছের জন্য বিজেপির তরফে মোদীর প্রশংসাও করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রের পাশ করানো কৃষি আইনেরও ভূয়সী প্রশংসা করে বিজেপি। এদিন প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, কৃষি আইনের সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে।