BRAKING NEWS

নবমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি (হি.স.) :  পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে ড্যানিয়েল মেদভেদভকে হারিয়ে রড লেভার এরিনায় ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। রবিবার কার্যত খড়কুটোর মতো রাশিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মেলবোর্ন পার্কে কেরিয়ারের ১৮ তম গ্র্যান্ডস্লাম জয় সম্পন্ন করলেন তিনি। সামনে রজার ফেডেরার (২০) এবং রাফায়েল নাদাল (২০)। রবিবার স্ট্রেট সেটেই ম্যাচটি জিতলেন জকোভিচ। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে জোকার প্রথম সেট জিতলে তাঁকে হারানো এককথায় অসম্ভব। আর ঠিক সেই ঘটনার সাক্ষী থাকল রড লেভার এরিনার দর্শকরা। এদিন শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন ‘জোকার’। প্রথম সেটটিতেই কিছুটা লড়াই করেছিলেন মেদভেদভ। তবে ৭-৫ গেমে সেটটি জিতে নেন জকোভিচ। এরপর বাকি দু’টি সেটে বিপক্ষকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান এই টেনিস তারকা। পরের দু’টি সেট ৬-২, ৬-২ ব্যবধানে জিতে ম্যাচ ও খেতাব নিজের পকেটে পুরে নেন।

এর আগে গত দু’বছরও শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। ২০১৯ সালে হারিয়েছিলেন রাফায়েল নাদালকে। পরবর্তীতে ২০২০ সালে হারান ডমিনিক থিয়েমকে। আর এবার তাঁর কাছে হারলেন মেদভেদভ। এদিন জকোভিচ শুধু জিতলেনই না, থামিয়ে দিলেন রাশিয়ান প্রতিপক্ষের টানা ২০টি ম্যাচ জয়ের রেকর্ডও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *