কাবুল, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বোমা হামলা আফগানিস্তানে । শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি বোমা হামলার ঘটনা ঘটে । বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জ জানান, রাজধানীর দারুল আমান সড়কে আজ সকালে এ সব বোমা হামলার ঘটনা ঘটে।এদিনের বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আরও দু’জন এ হামলায় আহত হয়েছেন । তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি বলেই জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আফগানিস্তান থেকে সেনা না প্রত্যাহারের কারন হিসেবে সেখানে ক্রমাগত হামলার দিকে আঙুল তোলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে।