BRAKING NEWS

২২ ফেব্রুয়ারি অসম ও বঙ্গ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী : পিএমও

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার অসম এবং পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম ও পশ্চিমবঙ্গে গিয়ে একাধিক প্রোজেক্ট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রথমে অসমের ধেমাজিতে যাবেন মোদী, তারপর ওই দিনই যাবেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ২২ ফেব্রুয়ারি অসম এবং পশ্চিমবঙ্গ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


অসমের ধেমাজিতে আয়োজিত অনুষ্ঠান থেকে অয়েল এন্ড গ্যাস সেক্টরের গুরুত্বপূর্ণ প্রোজেক্ট দেশের জন্য উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। পরে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন রেল প্রকল্পের শিলান্যাস এবং দেশের জন্য উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ২২ ফেব্রুয়ারি হুগলিতে প্রধানমন্ত্রীর এই সফর মূলত সরকারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *