BRAKING NEWS

প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান

ঢাকা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) :  প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও  হাস্যরসের ভান্ডার এটিএম শামসুজ্জামান। শনিবার ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ঢালিউড।


একুশে পদক প্রাপ্ত অভিনেতার কন্যা কোয়েল আহমেদ জানিয়েছেন, আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে এসেছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেতা। হাসপাতালে একটু ভালো হতেই বাড়ি আসেন। এরপর শনিবার তাঁর মৃত্যু হয়। ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের।


কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন।  ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেন গুণী এই অভিনেতা। এছাড়াও শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *