কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্যে বিজেপি-র যে পরিবর্তন রথ যাত্রা চলছে, তার সমাপ্তিও হবে ওই দিন৷
ব্রিগেডের ওই সভার আগেই চলতি মাসে এক সপ্তাহে দু’ বার রাজ্যে আসবেন মোদী৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর৷ পাশাপাশি নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর৷ এর পর হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর৷ পাশাপাশি নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর৷ এর পর ২৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসার কথা রয়েছে তাঁর৷
রাজ্য বিজেপি সূত্রের খবর, পরিবর্তন রথযাত্রার শেষ দিন বড় কোনও সভার পরিকল্পনা করা হচ্ছিল৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সময় পাওয়ায় আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর অনুযায়ী, মার্চের শুরুতেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে৷ ফলে ব্রিগেডের সভা থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিতে পারেন নরেন্দ্র মোদী৷