পুরী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথের আশীর্বাদ নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে আসেন কঙ্গনা। শ্রীমন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে রানাউতকে স্বাগত জানান সেবায়েত মধুসূদন সিংঘারি। মহাপ্রসাদ তুলে দেওয়া হয় অভিনেত্রীর হাতে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পূজার্চনা করেন কঙ্গনা। তিনি বিমলা মন্দির, লক্ষ্মী মন্দিরেও যান।
জগন্নাথ মন্দির দর্শনের পর কঙ্গনা জানিয়েছেন, “ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে আমি ধন্য। নতুন বছরে বিশ্বের সকলের জীবন আনন্দে ভরে উঠুক এই কামনা করেছি। গত বছর আমার কাছে খুব খারাপ ছিল। নতুন বছরের শুরুতে ভগবানের আশীর্বাদ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।” সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন কঙ্গনা।