চামোলি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): তপোবন সুড়ঙ্গের ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা আর নেই বললেই চলে। এমতাবস্থায় বৃহস্পতিবার তপোবনের প্রধান সুড়ঙ্গের ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ এবং দেহাংশ, পাশাপাশি রেনি গ্রামের উত্তর দিকে একটি দেহ উদ্ধার হয়েছে। ফলে দেবভূমি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬০। এখনও খোঁজ নেই অনেকেরই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৭ ফেব্রুয়ারি হড়পা বানে তছনছ হয়ে গিয়েছিল চামোলি। এই বৃহস্পতিবার ১২ দিনে পড়ল উদ্ধারকাজ। এখনও আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সুড়ঙ্গ থেকে একটি দেহ এবং দেহাংশ উদ্ধার হওয়ার পর উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, তপোবনের প্রধান সুড়ঙ্গ থেকে একটি দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছে। রেনি গ্রামের উত্তর দিকে একটি দেহ উদ্ধার হয়েছে। মোট ৬০টি দেহ উদ্ধার হয়েছে এবং ২৭টি দেহাংশ উদ্ধার হয়েছে। সুড়ঙ্গে উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে চলছে।