মাজুলি (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ‘নরেন্দ্র মোদীজি, আপনি অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতি ঘটাতে উপযুক্ত নেতৃত্ব দিচ্ছেন, এটাই আপনার মহত্ত্ব। আপনি মানবতার চেতনায় যেভাবে দেশের সেবা করছেন, উত্তরপূর্বের মানুষ তা কখনও ভুলতে পারবেন না।’ মাজুলি-যোরহাট সংযোগী সেতুর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ উজান অসমের মাজুলিতে আজ বৃহস্পতিবার মহাবাহু ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত মাজুলি-যোরহাট সংযোগী দীর্ঘ সেতুর ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। এর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভূতল পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি সহ কেন্দ্রের অন্য মন্ত্রীদের পাশাপাশি মাজুলিবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মাজুলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যখন নমামি ব্রহ্মপুত্র এবং নমামি বারাক যোজনা সংগঠিত হয়েছিল, তখন অনেকে এর তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু আজ এই দুটি প্রকল্পের দরুন জলপথ সম্পৃক্ত অনেক প্রকল্পের শুরুয়াত হল। যার ফলস্বরূপ রাজ্যবাসী বহু উপকৃত হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং বদৌলতে মাজুলি এবং ধুবড়িতে দুটি বড় সেতু নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে, এটা অসমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেবল তা-ই নয়, অসমের উন্নয়নের মাইলফলক হিসেবেও তা রচিত হবে। এজন্য তিনি বেজায় খুশি। তিনি গোটা রাজ্যের জনগণ এবং বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী সনোয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘নরেন্দ্র মোদীজি, আপনি অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতি ঘটাতে উপযুক্ত নেতৃত্ব দিচ্ছেন, এটাই আপনার মহত্ত্ব। আপনি মানবতার চেতনায় যেভাবে দেশের সেবা করেছেন, উত্তরপূর্বের মানুষ তা কখনও ভুলতে পারবেন না।’

