নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাকা ‘রেল রোকো’ কর্মসূচির ব্যাপক প্রভাব পড়ল পঞ্জাব ও হরিয়ানায়। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে পঞ্জাব ও হরিয়ানায় রেল লাইনে বসে পড়েন অন্নদাতারা। দেশের অন্যান্য প্রান্তে মৃদু প্রভাব লক্ষ্য করা গিয়েছে ‘রেল রোকো’ কর্মসূচির। মোদীনগর রেল স্টেশনের কাছে রেললাইন ব্লক করে দেওয়ার কারণে উত্তর প্রদেশে গাজিয়াবাদ রেল স্টেশনে আটকে পড়ে উৎকল এক্সপ্রেস। ওডিশার পুরী থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে যাওয়ার পথে দীর্ঘ সময়ের জন্য আটকে পড়ে উৎকল এক্সপ্রেস। আবার জম্মুর চান্নি হিমাত এলাকায় রেললাইনে প্রতিবাদ প্রদর্শন করেন কৃষকরা।
সার্বিকভাবে দেখতে গেলে সবথেকে বেশি প্রভাব পড়েছে পঞ্জাব ও হরিয়ানায়। পঞ্জাবে দিল্লি-লুধিয়ানা-অমৃতসর রুটে বিভিন্ন স্থানে রেললাইনে বসে পড়েন আন্দোলনরত কৃষকরা। জলন্ধর এবং মোহালি জেলায় জলন্ধর ক্যান্টনমেন্ট-জম্মু রেললাইন ব্লক করেন কৃষকরা। হরিয়ানায় আম্বালা, কুরুক্ষেত্র, পানিপত এবং পাঁচকুলা জেলার বিভিন্ন প্রান্তে রেললাইন অবরুদ্ধ করেন কৃষকরা। রেললাইনে বসেই দুপুরের খাওয়াদাওয়া সারেন অন্নদাতারা। আম্বালা ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জি এম সিং জানিয়েছেন, রেল রোকো কর্মসূচির জন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি।