নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হবে । বৃহস্পতিবার কেন্দ্রকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত ।
এদিন রাকেশ তিকাইত বলেছেন, ‘শস্যের দাম বাড়েনি। কিন্তু, জ্বালানির দাম বেড়েই চলেছে। কেন্দ্র যদি এই পরিস্থিতি নষ্ট করে, তাহলে আমরা পশ্চিমবঙ্গেও ট্র্যাক্টর নিয়ে যাব। সেখানেও ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না কৃষকরা।’ কেন্দ্রকে বিঁধে রাকেশ আরও বলেছেন, ‘ফসল ফলানোর জন্য কৃষকরা ফিরে যাবেন, এমন ভুল ধারনা যেন না থাকে সরকারের। যদি জোর করা হয়, তাহলে আমরা ফসল জ্বালিয়ে জেব। এমনটা ভাবা ঠিক নয় যে, দু’মাসে বিক্ষোভ শেষ হয়ে যাবে। আমরা ফসলও ফলাবো, বিক্ষোভও দেখাব।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দোরগোরায় বিধানসভা নির্বাচন। কৃষি আইন ইস্যুতে একাধিতবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে কৃষক বিক্ষোভের আঁচ পশ্চিমবঙ্গের মাটিতে ছড়ানোর হুঁশিয়ারি দিয়ে আদতে কেন্দ্রকেই চাপে রাখার কৌশল নিলেন রাকেশ তিকাইত, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে এদিন দেশজুড়ে রেল রোকো কর্মসূচি পালন করেন কৃষকরা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে এই কর্মসূচি। কৃষক বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে অতিরিক্ত ২০ কোম্পানি আরপিএসএফ বাহিনী মোতায়েন করে রেল। দেশের বিভিন্ন প্রান্তে এদিন রেল স্টেশনে বিক্ষোভ দেখান কৃষকরা।