BRAKING NEWS

মন্ত্রোচ্চারণের মধ্যে ভারত সেবাশ্রমে পুজো দিলেন অমিত শাহ

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার মন্ত্রোচ্চারণের মধ্যে ভারত সেবাশ্রমে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আসেন তিনি। পৌনে ১০টায় তিনি আশ্রমে আসেন। ৪৫ মিনিট ছিলেন।

এর আগে, এদিন সকাল ৯টা ২০-তে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। ১০টার পর হোটেল থেকে বের হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যান গড়িয়াহাটে ভারত সেবাশ্রম সংঘে। আরতি করেন তিনি।  মহারাজরা তাঁর কপালে তিলক পড়িয়ে দেন। পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান স্বামী প্রণবানন্দজী মহারাজের বাঁধানো ছবিতে। কথা বলেন সন্ন্যাসী মহারাজদের সঙ্গে। ধ্বণি ওঠে ‘হিন্দুধর্ম কী জয়!’ ‘ভারত সেবাশ্রম কী জয়!’ সেখানে ৪৫ মিনিট ছিলেন অমিত শাহ। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমুখ দলের কিছু শীর্ষ নেতা। এখান থেকে অমিত শাহ যান রেসকোর্সের হেলিপ্যাডে। সেখান থেকে উড়ে যান সাগরদ্বীপে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *