BRAKING NEWS

তেজস স্পেশাল এক্সপ্রেসের যাত্রা শুরু, নতুন সূযর্যোদয় হল রাজ্যে, বললেন সাংসদ প্রতিমা

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷তেজস স্পেশাল এক্সপ্রেস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ৷ আগরতলা থেকে আনন্দবিহার পর্যন্ত অত্যাধুনিক ট্রেন সফরের শুভ সূচনা করে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, নতুন সূযর্োদয় হয়েছে৷ ত্রিপুরার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ তাঁর কথায়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রিপুরাকে দাবি আদায়ে আন্দোলন করতে হয় না৷ দেশের উন্নয়নে কোনও প্রকল্পের চিন্তা হলেই ত্রিপুরার নাম তার সাথে যুক্ত করা হয়৷


সোমবার সাংসদ বলেন, ত্রিপুরা যে ভারতের অংশ এক সময় তা ভাবতে মুশকিল হতো৷ কিন্তু, আজ অনুভব করতে পারছি আমরাও এ-দেশেরই অংশ৷ তিনি বলেন, আজ ত্রিপুরার বাধারঘাট স্টেশন থেকে তেজস স্পেশাল ট্রেনের শুভারম্ভ হচ্ছে৷ তার সাথে আমরা সকলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকব৷
বিদ্রুপ করে সাংসদ ভৌমিক বলেন, আগে মনে হতো লড়াই-লড়াই-লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান শুনেই মরে যেতে হবে৷ কিন্তু এখন আমরা যা স্বপ্ণ দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা পূরণ করে দেন৷ তাঁর বক্তব্য, জীবদ্দশায় ত্রিপুরায় ব্রডগেজ লাইন দেখে যাব কখনো ভাবিনি৷ অথচ, আজ দেশের মধ্যে তেজস স্পেশাল ট্রেনের শুভারম্ভ হচ্ছে ত্রিপুরায়৷ তাঁর দাবি, অত্যাধুনিক প্রযুক্তির তেজস স্পেশাল ট্রেন সুরক্ষা এবং নিরাপত্তার সাথে আরামদায়ক সফরের অনুভূতি দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *