BRAKING NEWS

কমলাসাগরে রাবার বাগানে আগুন, কাঠগড়ায় বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ কমলাসাগর বিধানসভা এলাকার পাথারিয়াদার বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকার একটি রাবার বাগানে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ অভিযোগের তীর বিএসএফের একাংশ জওয়ানদের বিরুদ্ধে৷ মধুপুর থানার পাথারিয়াদার এলাকায় একটি রাবার বাগানে অগ্ণিসংযোগের ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


রাবার বাগানের মালিকের নাম লিটাস সরকার৷সোমবার সকাল নাগাদ রাবার বাগানে আগুন থেকে স্থানীয় লোকরা এগিয়ে যান এবং খবর পাঠানো হয় বাগানের মালিককে৷ খবর পেয়ে ছুটে আসেন৷ রাবার বাগানের মালিকের অভিযোগ পার্শবর্তী বিএসএফ ক্যাম্পের একাংশ জোয়ান রাবার বাগানে প্রতিনিয়ত মদের বোতল সহ অন্যান্য আবর্জনা ফেলতো৷ এ ব্যাপারে রাবার বাগানের মালিক বিএসএফ ক্যাম্পে আপত্তি জানিয়েছিলেন৷ এরপরই আগুন লাগার পেছনে বিএসএফের একাংশ জোয়ানের হাত থাকতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন৷এ ব্যাপারে রাবার বাগানের মালিক মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷বিএসএফের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করায় বিএসএফ জওয়ানরাও প্রচণ্ড ক্ষুব্ধ৷ রাবার বাগানের মালিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ তিনি জানান অগ্ণিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *