BRAKING NEWS

রাবার চাষীদের সমস্যা নিয়ে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের রাবার চাষের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি সনদ তুলে ধরা হয়৷ রবিবার ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির এক প্রতিনিধি দল রাবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেও এসব দাবি সনদ তুলে দিয়েছেন৷ রাজের রাবার চাষিরা নানা সমস্যায় জর্জরিত৷এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবি জানানো হলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি৷ তাতে অসহায় হয়ে পড়তে শুরু করেছেন রাবার চাষীরা৷


সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাবার চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়৷ সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এবং রাবার উৎপাদনে সমিতির সম্পাদক সুদীপ দেবনাথ উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে পবিত্র বাবু বলেন রবিবার জোয়ার উৎপাদক সমিতির এক প্রতিনিধি দল রাবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে রাবার চাষীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন৷ অভিযোগ করা হয়েছে রাবার উৎপাদকরা হতাশায় দিন কাটাচ্ছেন৷


উৎপাদিত রাবার বিক্রি ,প্রক্রিয়াকরণ ,নতুন বাগানে সম্প্রসারণ ইত্যাদি ক্ষেত্রে রাজ্য সরকার ইতিবাচক কোনো ভূমিকা নিচ্ছে না৷ রাবার চাষীদর বিভিন্ন দাবি সনদ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর৷ তিনি বলেন কেন্দ্রীয় সরকারকে রাবার ক্রয় মূল্য ২৪০ টাকা ঘোষণা করতে হবে৷ রাবার চাষীদের বীমার আওতায় আনতে হবে৷সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক রাবার চাষীদের উৎপাদনে আর পি এস এর অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের রাবার উৎপাদনে সহায়তা করতে হবে৷ রাবার চাষের জন্য ভর্তুকিতে সারের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে৷ সরকার চাষীদের পাশে না দাঁড়ালে চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *