নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ এবারের কেন্দ্রীয় বাজেটকে অভূতপূর্ব বলে আখ্যা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ রবিবার আগরতলায় দলীয় কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ প্রতিমা ভৌমিক বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন৷ সংসদে বাজেট নিয়ে আলোচনা হয়েছে৷ বিরোধীরা বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক ওইসব সমালোচনার জবাব দিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে৷
তিনি বলেন, এবারের বাজেট আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে করা হয়েছে৷ তিনি বলেন, করোনা চলাকালীন সময়ে গোটা বিশ্বের চোখ ছিল ভারতের দিকে৷ করোনার কারণে দেশের অর্থনীতি একটু পিছিয়ে পড়ার কারণে বাজেট পেশের দিকে নজর ছিল বিশ্বের৷ পরে সব দেশকে চমক লাগিয়ে দিয়েই এবারের বাজেট পেশ করলেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এবারের বাজেটে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যের উপর৷ রেলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিষেবার গুনগত মানোন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে বলে সাংসদ প্রতিমা ভৌমিক এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন৷