অহমেদাবাদে, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : করোনায় আক্রান্ত গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রবিবার ভাদোদরায় এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে অচৈতন্য হয়ে পড়েন তিনি । তড়িঘড়ি তাঁকে অহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যায়, তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল। তবে সোমবার তাঁর রিপোর্ট কোভিড পজিটিভ আসে।
জানা গেছে, রবিবার আসন্ন পুর নির্বাচনের জন্য এক জনসভায় বক্তৃতা দিতে ওঠেন তিনি। সেখানেই বক্তৃতার মাঝে জ্ঞান হারান তিনি। স্টেজেই প্রাথমিক চিকিত্সাতর পর তড়িঘড়ি তাঁকে বিমানে করে অহমেদাবাদের হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। এদিন ওই হাসপাতালের ডিরেক্টর আর কে পটেল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। কিন্তু তাঁকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।