নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ বড়মুড়া পার্কে হর্নবিল উৎসব উপলক্ষে রবি বার আগরতলার হেরিটেজ পার্ক এর সামনে থেকে এক সাইকেল রেলি যাত্রা শুরু করে৷ রেলিটি বড়মুড়া ইকোপার্ক এর সামনে গিয়ে শেষ হয়৷ এদিন বনদপ্তর এর উদ্যোগে এই রেলির আনুষ্ঠানিক সূচনা করেন বনদপ্তর এর মুখ্য আধিকারিক পিকে শর্মা৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্যরা৷ রেলির আনুষ্ঠানিক সূচনা করে বনদপ্তর এর মুখ্য আধিকারিক পিকে শর্মা বলেন, এ ধরনের সাইকেল রেলি সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুবই সময়োপযোগী৷শুধুমাত্র কোন অনুষ্ঠান উপলক্ষে নয় বাইসাইকেল চালানোর প্রত্যেকের জন্যই স্বাস্থ্যকর এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার ক্ষেত্রে উপযোগী৷ সাইকেল রেলিকে কেন্দ্র করে যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷