করোনায় মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন। যা গতকালের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৫৮৯ জন। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে, দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৭৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০ জনের। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে যেমন করোনাকে জয় করেছেন ৯ হাজার ৪৮৯জন। এখনও পর্যন্ত ভারতে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২২০ জন। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যত দিন যাচ্ছে, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *