জলগাওঁ, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : মহারাষ্ট্রের জলগাওঁ জেলায় একটি যাত্রীবাহী গাড়ি উলটে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ।
সূত্রের খবর, জলগাওঁয়ের ইয়াবল তালুকের কিনাগাওঁয়ে রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তীব্র গতিতে অত্যাধিক যাত্রী নিয়ে ছুটছিল যাত্রীবাহী গাড়িটি। এরপর টাল সামলাতে না পেরে মুহূর্তে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। হিন্দুস্থান সমাচার / সোনালি