চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল । গতকাল দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ৩০০রান। রবিবার স্কোরবোর্ডে মাত্র ২৯ রান যোগ করার ফাঁকে বাকি ৪ উইকেট হারায় ভারত। ঋষভ পন্থ ৫৮ রানে একপ্রান্তে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে কেউ সহায়তা করতে পারেননি।
গতকাল ঋষভ পন্থ ৩৩ রানে এবং অক্ষর প্যাটেল ৫ রানে অপরাজিত ছিলেন। রবিবার দিনের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন মঈন আলি পরপর ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল এবং ইশান্ত শর্মাকে। অক্ষরকে দুরন্ত স্ট্যাম্প করেন নবাগত উইকেটরক্ষক বেন ফোকস। সেই ওভারেই ইশান্ত মিড উইকেটে বার্নসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
এর মধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন ঋষভ পন্থ। ৬৫ বলে কার্যত ওয়ানডের মেজাজে ব্যাট করেই ফিফটি আসে পন্থের। নিজের ছোট এই ইনিংসে পন্থ ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি হাঁকান। এতটাই দাপট ছিল চেন্নাইয়ের এই ঘূর্ণি ট্র্যাকে। এরপর ভারতের ইনিংসের লেজ মুড়িয়ে দেন স্টোনস। কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজকে ফিরিয়ে।