BRAKING NEWS

কোনও ব্যাখ্যা ছাড়াই আটকে রাখা হয়েছে বাড়িতে : ওমর আবদুল্লা

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে ফের গৃহবন্দী করে রাখার অভিযোগ তুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। রবিবার টুইট করে ওমর আবদুল্লা লিখেছেন, তাঁকে, তাঁর বাবা ফারুক আবদুল্লা এবং তাঁর পরিবারের সদস্যকে কোনও ব্যাখ্যা ছাড়াই বাড়িতে আটকে রাখা হয়েছে। ঘটনাচক্রে রবিবারই পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর। পাল্টা ওমর আবদুল্লাকে টুইট করে শ্রীনগর পুলিশ জানিয়েছে, পুলওয়ামা হামলার দ্বিতীয় বছরের জন্য ভিআইপিদের চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে।

রবিবার সকালে বাড়ির বাইরে পুলিশের ঢল দেওয়া ছবি টুইট করে ওমর আবদুল্লা লিখেছেন, “২০১৯ সালের আগস্টের পর নতুন জম্মু ও কাশ্মীর। বাড়িতেই আটকে রাখা হয়েছে আমাদের। বাড়িতেই বাবা (বর্তমান সাংসদ) এবং আমাকে আটকে রাখা হয়েছে। আমার বোন এবং তাঁর সন্তানদের তাঁদের বাড়িতে আটকে রাখা হয়েছে।” ওমর আবদুল্লার এই টুইটের প্রেক্ষিতে শ্রীনগর পুলিশ জানিয়েছে, ”আজ সন্ত্রাসী হামলার দ্বিতীয় বছর…তাই, ভিআইপিদের চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে।” এরপর ওমর টুইটারে আরও লেখেন, “এই টুইটার হ্যান্ডেল ভেরিফায়েড নয়, তাই আদৌ পুলিশের টুইটার একাউন্ট কী না আমি নিশ্চিত নই। যাইহোক আমাকে জানানো হোক, কোন আইনের ভিত্তিতে আমাকে আজ আটকে রাখা হয়েছে? বাড়ি থেকে না বেরোনোর আমাকে বলতে পারেন, কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে জোরপূর্বক বাড়িতে আটকে রাখতে পারেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *