চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মূল যুদ্ধের ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবণের হাতে অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে রবিবার পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই দিনের স্মরণেই ভারতীয় সেনাবাহিনীর হাতে সম্পূর্ণ দেশীয় এবং অত্যাধুনিক অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক সমর্পণ করলেন প্রধানমন্ত্রী।
৬৮ টন ওজনের অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতে কাজ করতে পারে। এই ট্যাঙ্কে বসানো আছে ১২০ মিলিমিটার রাইফেলড গান যা কোনও রণসাজে সজ্জিত সাঁজোয়া গাড়িকে প্রতিহত করতে পারে। তাছাড়া পিকেটি ৭.৬২ মিমি কোক্সিয়াল মেশিন গান ও এনএসভিটি ১২.৭ মেশিন গানও ফিট করা আছে এই ট্যাঙ্কে। অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ)-এর আরও অনেক বৈশিষ্ট্য আছে। রাইফেল শ্যুটিং-এর জন্য ‘অটোটার্গেট ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে, যাতে যে কোনও চলমান বস্তু বা শত্রু সেনাদের নিশানা করতে পারে এই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গোলাগুলি ছোঁড়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করবে কম্পিউটার চালিত ইনটিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম’। দিনে তো বটেই, রাতেও নির্ভুল নিশানা লাগাতে পারবে অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ)। অর্জুন ট্যাঙ্কের এই নয়া ভার্সনের আরও একটা বৈশিষ্ট্য হল, এই ট্যাঙ্ক থেকে যে কোনও রকম শক্তিশালী বিস্ফোরক ছোঁড়া যাবে। অনেক দূর থেকেও নিশানা লাগিয়ে শত্রু ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া যাবে।