আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ দেশের অন্যতম জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন রাজধানী এক্সপ্রেস এখন তেজস এক্সপ্রেস-এ রূপান্তরিত হচ্ছে৷ আরো আধুনিক এবং যাত্রী স্বাচ্ছন্দ-কে অধিক গুরুত্ব দিয়ে তেজস এক্সপ্রেস আগামী ১৫ ফেঁরুয়ারি থেকে আগরতলা-দিল্লি রুটে যাতায়াত করবে৷ শুক্রবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন৷ তাতে অত্যন্ত আনন্দিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী অতীতের প্রসঙ্গ টেনে এনে টুইট বার্তায় দাবি করেন, দিল্লি এখন আর দূরে নয়৷
প্রসঙ্গত, সারা দেশেই রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস রূপান্তরিত হচ্ছে তেজস এক্সপ্রেস-এ৷ বর্তমানে দেশে ২৪টি শতাব্দী এবং ২৩ জোড়া রাজধানী এক্সপ্রেস যাত্রী পরিষেবা দিচ্ছে৷ এখন ওই ট্রেন বদলে তেজস এক্সপ্রেস যাতায়াত করবে৷ তবে, তেজস এক্সপ্রেস বেসরকারি মালিকানাধীন পরিচালিত হবে৷ তাতে, আরও উন্নত যাত্রী পরিষেবা মিলবে বলে আশা করা যাচ্ছে৷
আজ রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সুবিধাজনক ভ্রমণকে প্রভাবিত করে রেল৷ আগরতলা রাজধানী বিশেষ ট্রেন ১৫ ফেব্রুয়ারি থেকে বিশেষ তেজাস ধরণের স্লিপার কোচ নিয়ে যাতায়াত করবে৷ তাতে, জাতীয় রাজধানী দিল্লির সাথে আরও উন্নত যোগাযোগের সুযোগ মিলবে এবং মানুষের কাছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যাবে৷
রেলমন্ত্রীর ঘোষণায় অত্যন্ত আনন্দিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাল্টা টুইট করে বলেন, অতীতের দিনগুলি ভীষণ মনে পড়ছে যখন উত্তর-পূর্বাঞ্চল পূর্বতন সরকারের বঞ্চনার শিকার হয়েছে এবং দিল্লি-র সাথে আমাদের বিভাজন সৃষ্টি করেছে৷ এই নতুন ট্রেন মানুষের যোগাযোগ এবং উন্নয়নের জন্য পথ উন্মুক্ত করবে, আশাবাদী তিনি৷