BRAKING NEWS

ভারতকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কেন্দ্র : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। একইসঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশে অনুরাগ ঠাকুরের প্রশ্ন, ‘মান্ডি এবং নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থা শেষ হয়ে যাবে কোথাও লেখা রয়েছে?’
কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে শুক্রবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অনুরাগ ঠাকুর বলেছেন, “এবারের বাজেট নতুন ভারত, শক্তিশালী ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার জন্য নতুন আশার কিরণ। এই বাজেট অর্থনৈতিক এবং উৎপাদন পাওয়ার হাউসের দিকে এগিয়ে নিয়ে যাবে।” এরপরই কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশে অনুরাগ ঠাকুর বলেছেন, “আমি কংগ্রেস এবং বিরোধী নেতাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, কোথায় লেখা আছে যে মান্ডি এবং ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা শেষ হয়ে যাবে। ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *