BRAKING NEWS

ভারতে টিকাকরণ ৭০-লক্ষের বেশি, ১০৮ বেড়ে মৃত্যু ১,৫৫,৩৬০

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বিগত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-র নীচেই ছিল, কিন্তু বুধবার সারাদিনে ভারতে করোনা-আক্রান্ত মোট ১০৮ জন রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। বুধবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৯২৩ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১০৮ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১১ হাজারেরও বেশি করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৫,৭৩,৩৭২ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২,৯২৩ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৮ লক্ষ ৭১ হাজার ২৯৪-এ পৌঁছে গিয়েছে।

ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১১,৭৬৪ জন। ১০৮ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৫,৩৬০ জন। ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৫,৭৩,৩৭২ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৫৬২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১,০৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭০ লক্ষ ১৭ হাজার ১১৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪ লক্ষ ০৫ হাজার ৩৪৯ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *