BRAKING NEWS

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই কড়া ব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিকে কার্যত হুঁশিয়ারি দিয়েই কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান ও ভূমিকা রয়েছে ঠিকই। কিন্তু, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যসভায় বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আমরা সোশ্যাল মিডিয়াকে অনেক মান্য করি। সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষকে ক্ষমতায়িত করেছে। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান রয়েছে। যাইহোক, যদি ভুয়ো খবর ছড়ানোর জন্য, হিংসায় উস্কানি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা হয়, তাহলে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”

রাজ্যসভায় একাধিক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘‘ভারতে ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করছে টুইটার। তবে সংস্থাকে ভারতের সংবিধান মেনে চলতেই হবে।’’ আমেরিকায় ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লায় ঘটে যাওয়া ঘটনার তুলনাও টানেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘যখন আমেরিকায় ক্যাপিটল হিলে হিংসার ঘটনা ঘটেছিল, তার তদন্তে পুলিশের পাশে দাঁড়িয়েছিল টুইটার। কিন্তু যখন লালকেল্লার ঘটনা ঘটল, তখন সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করা শুরু হয়েছিল। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *