BRAKING NEWS

এলএসি-তে শান্তি বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) শান্তি বজায় রাখতে ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাই ভারত সর্বদা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পূর্ব লাদাখে ‘বর্তমান পরিস্থিতি’ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং জানিয়েছেন, “পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে বহু ফ্রাকশন এলাকা তৈরি করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং পার্শ্ববর্তী অঞ্চলে (চিনা ভূখণ্ড) প্রচুর বাহিনী এবং আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল চিন। পাল্টা আমাদের বাহিনীও পর্যাপ্ত বাহিনী মোতায়েন করেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারত সর্বদা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, “আমরা প্যাংগং লেকের উত্তর-দক্ষিণ তীর নিয়ে আলোচনা শুরু করেছি, এলএসি-তে মোতায়েনের কিছু বিষয় এখনও অমীমাংসিত, শীঘ্রই এই বিষয়টির সমাধান হবে বলে সহমত উভয়পক্ষ। বিগত বছর থেকে, সামরিক ও কূটনৈতিক পর্যায়ে চিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছি আমরা। আলোচনার সময় চিনকে বলা হয়েছে, আমরা তিনটি নীতির ভিত্তিতে ইস্যুর সমাধান চাইছি। প্রথমত-উভয়পক্ষকে এলএসি নিয়ে একমত হতে হবে এবং সম্মান জানাতে হবে। দ্বিতীয়ত-কোনও পক্ষই একতরফাভাবে স্থিতি পরিবর্তন করার চেষ্টা করবে না। তৃতীয়ত-সমস্ত সমঝোতা উভয় পক্ষই সম্পূর্ণরূপে সম্মত হওয়া উচিত। রাজ্যসভায় রাজনাথ সিং বলেছেন, প্যাংগং লেকের উত্তর তীরে ফিঙ্গার ৮-এর পূর্বে নিজেদের সেনা রাখবে চিন এবং ভারত ফিঙ্গার ৩-এর কাছে নিজেদের স্থায়ী বেসে সেনা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *