নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার রাতে গ্রেফতার করেছেন অভিযুক্ত ইকবাল সিংকে। মঙ্গলবার রাতে পঞ্জাবের হোশিয়ারপুর থেকে গ্রেফতার করা হয় ইকবাল সিংকে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার পর থেকেই ফেরার ছিল ইকবাল, ‘ফেরার’ ইকবাল সিংয়ের অবস্থান বা গতিবিধি জানাতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।
লুধিয়ানার বাসিন্দা ইকবাল সিং লালকেল্লায় হওয়া হিংসায় প্ররোচনা দেওয়া বাকি অভিযুক্তদের মধ্যে অন্যতম। মঙ্গলবার রাতে পঞ্জাবের হোশিয়ারপুর থেকে ইকবাল সিংকে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের বিশেষ বিভাগের নর্দার্ন রেঞ্জের অফিসাররা। উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছিল দীপ সিধু। ৭-দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে দীপ সিধুকে।